বিএনএ, ঢাকা : রাজধানীর মতিঝিলের গোপীবাগ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উচ্চপদস্থ সরকারী কর্মকর্তার পরিচয় প্রদানকারী প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম ইবনে মিজান রনি (৫০)। তার কাছ থেকে ৩টি মোবাইল ফোন, ৩টি সীমকার্ড এবং প্রতারনামূলক এসএমএসের ৮ পাতা স্ক্রিনশর্ট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে এনএসআই এবং র্যাব-৩ এর যৌথ অভিযানে ইবনে মিজানকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৭ জানুয়ারি) র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রাণী দাস বলেন, গত বছরের ২২ নভেম্বর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বহুল ব্যবহৃত জনপ্রিয় অ্যাপসের মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর স্বাক্ষরিত আনসার পদে চাকরি দেওয়ার একটি সুপারিশ পত্র পাঠানো হয়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তদন্ত শুরু করে র্যাব। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, ওই আবেদন পত্রটি প্রকৃতপক্ষে প্রতারক ইবনে মিজান রনি তার নিজের বহুল ব্যবহৃত জনপ্রিয় অ্যাপস থেকে প্রতারণার উদ্দেশ্যে আনসার সদর দপ্তরে পাঠায়। অভিযোগের ভিত্তিতে এনএসআই এবং র্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ইবনে মিজানকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইবনে মিজান জানান, তিনি বিভিন্ন সময় নিজেকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, আমলা ও প্রভাবশালী রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে বিভিন্ন চাকরিতে নিয়োগ, পদোন্নতি, বদলির তদবীর বাণিজ্য করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছেন।
র্যাব কর্মকর্তা বীনা রাণী দাস বলেন, সিডিএমএস রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার ইবনে মিজান একজন পেশাদার প্রতারক। প্রতারণা ও অন্যান্য অপরাধের দায়ে তার বিরুদ্ধে ৭টি মামলা বিচারাধীন রয়েছে।
বিএনএনিউজ/এসকেকে/এইচ.এম।