16 C
আবহাওয়া
১২:১১ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » চাঁদপুরে নিষিদ্ধ এবিটি সদস্য আটক

চাঁদপুরে নিষিদ্ধ এবিটি সদস্য আটক

চাঁদপুরে নিষিদ্ধ এবিটি সদস্য আটক

বিএনএ, ঢাকা : চাঁদপুরের কচুয়া থানাধীন মাসনীগাছা বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) একজন সক্রিয় সদস্যকে আটক করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। আটক ব্যক্তির নাম- আফজাল হোসেন (২৫)। আটকের সময় তার কাছ থেকে উগ্রবাদী প্রচার প্রচারণায় ব্যবহৃত ১টি এন্ড্রয়েড মোবাইল ফোনসেট জব্দ করেছে এটিইউ।

বুধবার (২৭ জানুয়ারি) এন্টি টেররিজম ইউনিটের সহকারি পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন বলেন, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন এবিটির সদস্য আফজালকে আটক করা হয়। তিনি ও তার সহযোগীরা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য এবং দেশ থেকে ইসলাম বিরোধী কাজ দূর করে যে কোনও মূল্যে কথিত ইসলামি খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী মতবাদের প্রচার প্রচারণা চালাতেন। এছাড়া তারা এবিটির প্রধান শাইখ মুফতি জসীম উদ্দিন রাহমানীর জিহাদ বিষয়ক লেকচারের ভিডিও প্রচার করতেন এবং খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করছিলেন।

এটিইউর এই কর্মকর্তা বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য পদ গ্রহণ, নিষিদ্ধ সত্তা সমর্থন, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, অপরাধ সংঘটনের প্রচেষ্টা, বাংলাদেশ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার মাধ্যমে সরকার উৎখাত করে কথিত ইসলামি খিলাফত প্রতিষ্ঠার ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকান্ডে প্ররোচিত করায় আটক আফজালের বিরুদ্ধে কচুয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।

বিএনএনিউজ/ এসকেকে/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ