24 C
আবহাওয়া
৬:২৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » চাকরিতে যোগ দিলেন পূর্ণিমা

চাকরিতে যোগ দিলেন পূর্ণিমা

পূর্ণিমা

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। চলচ্চিত্রের পর্দায় তাকে খুব একটা দেখা যায় না। তবে বর্তমানে তার হাতে দুটি সিনেমার কাজ রয়েছে।

এবার আন্তর্জাতিক মানের দেশীয় ব্র্যান্ড রিবানার শুভেচ্ছাদূত হলেন পূর্ণিমা। সম্প্রতি হোটেল লা মেরিডিয়ানে চুক্তিস্বাক্ষর করেন এই তারকা। এই প্রতিষ্ঠানের পণ্যের প্রচার-প্রসারে কাজ করবেন তিনি।

পূর্ণিমা বলেন—ভাবতে ভালো লাগছে দেশীয় ব্র্যান্ড বিউটি মার্কেটে এগিয়ে যাচ্ছে। রিবানার সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।

পরিচালক জাকির হোসেন রাজু রিয়াজের বিপরীতে একটি ছবিতে নতুন নায়িকা খুঁজতে থাকেন। সে হিসেবেই পেয়ে গেলেন পূর্ণিমাকে। নির্মিত হলো রিয়াজ ও পূর্ণিমাকে নিয়ে ‘এ জীবন তোমার আমার’ ছবিটি। এরপর রিয়াজের বিপরীতেই ২৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

এটি মুক্তি পায় ১৯৯৮ সালের ১৫ মে। চলচ্চিত্রটি মুক্তির হিসাবে আজ চলচ্চিত্র জীবনের দীর্ঘ পথচলায় পূর্ণিমা দুই দশকে পা রাখলেন। চলচ্চিত্র জীবনের সফল পথচলা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘আমাকে যারা চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে সাহায্য করেছেন তাদের ও আমার ভক্তদের প্রতিও অসংখ্য ভালোবাসা। কারণ তাদের ভালোবাসাই আমাকে আজকের পূর্ণিমায় পরিণত করেছে।

দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে পূর্ণিমা অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘মনের মাঝে তুমি’, ‘বাঁধা’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘ওরা আমাকে ভালো হতে দিল না’, মুক্তিযুদ্ধভিত্তিক ছায়াছবি ‘মেঘের পরে মেঘ’।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ