20 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » পরলোকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

পরলোকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং - ছবি : সংগৃহীত

বিশ্বডেস্ক:  ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং আর নেই। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

বৃহস্পতিবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। সন্ধ্যা ৮টার দিকে তাকে এআইআইএমএস-এর জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও রাত ৯টা ৫১ মিনিটে তার মৃত্যু হয়।

এক বিবৃতিতে এআইআইএমএস জানিয়েছে, বয়সজনিত অসুস্থতার কারণে মনমোহন সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিজ বাসায় হঠাৎ চেতনা হারানোর পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তাকে মৃত ঘোষণা করা হয়।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদন অনুসারে, প্রবীণ এ রাজনীতিককে হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।

মনমোহন সিংয়ের দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক ক্যারিয়ার ছিল সমৃদ্ধ। ১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই ভারতের অর্থনৈতিক সংস্কারের সূচনা হয়। পরে, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৯ সালে এআইআইএমএস-এ তার করোনারি বাইপাস সার্জারি হয়। ২০২১ সালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার উন্নতির পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

চলতি বছরের শুরুর দিক পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। গত এপ্রিলে তিনি রাজ্যসভা থেকে অবসর নেন। ভারতের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখা মনমোহন সিং কংগ্রেস ও দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ