18 C
আবহাওয়া
১২:৪২ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে ৬ প্রিসাইডিং কর্মকর্তাকে শোকজ

নারায়ণগঞ্জে ৬ প্রিসাইডিং কর্মকর্তাকে শোকজ


বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নৌকার প্রচারণায় অংশ নেয়ায় ৬ প্রিসাইডিং কর্মকর্তাসহ ১২ জনকে শোকজ করা হয়েছে। আগামী একদিনের মধ্যে তাদেরকে ব্যাখ্যা দিতে বলেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ১২ জনকে চিঠি দিয়ে ২৭ ডিসেম্বর (বুধবার) কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন নির্বাচনী এলাকা ২০৫ (আড়াইহাজার) এর নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ ধীমান চন্দ্র মণ্ডল।

চিঠি পাওয়া ছয় প্রিসাইডিং কর্মকর্তা হলেন দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন সরকার, রোকন উদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মইনুল হোসেন মানিক, গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান কামাল, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল হক, জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক ও উজান গোপিন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুজ্জামান খান।

অন্যরা হলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা হলেন গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, প্যানেলভুক্ত পোলিং কর্মকর্তা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য সহকারী কর্মকর্তা লুৎফুন্নাহার, খাগকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদুল হক রুবেল, যুবলীগের সভাপতি মাহবুবুল আলম ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা মোশারফ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ