20 C
আবহাওয়া
১:৫৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » নাসিম চৌধুরী সমর্থনে চবি’র প্রাক্তন শিক্ষার্থীদের গণসংযোগ

নাসিম চৌধুরী সমর্থনে চবি’র প্রাক্তন শিক্ষার্থীদের গণসংযোগ


বিএনএ, ফেনী : ফেনী-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সমর্থনে নৌকা মার্কার প্রচারনায় ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে ছাগলনাইয়া পৌর শহরে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ও ১৫তম ব্যাচের বন্ধুদের যৌথ উদ্যোগে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন প্রতিষ্ঠাতা সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ফেনী জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার এ গণসংযোগে নেতৃত্ব দেন।

এতে অংশ নেন দ্বীন মনি দে, ঋষি কেষ, দুলাল, রফিক উদ্দিন, নুরুল ইসলাম, সিদ্ধার্থ, সফিক, তুহিন, প্রদীপ, আজাদ, আকতার, নাসির, মানিক, মিন্টু, জালাল, মন্নান, মামুন আল, মনির, মাহফুজ, অঞ্জন, স্বপন, মহসিন, বাবুল, তৈয়ব, জাহাঙ্গীর, করবী, ডেইজি, পপি, পূরানী, হেলেন, পান্না, উত্তম, সেলিম, মফিজ, ওসমান, তৌহিদুল আমিন, তৌহিদ, তাহের ও জাকেরসহ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শতাধিক শিক্ষার্থী।

গণসংযোগের পূর্বে দুপুরে আলহাজ্ব মিজানুর রহমান মজুমদারের উত্তর যশপুর গ্রামের বাড়িতে সুলতান ভিলায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ও ১৫তম ব্যাচের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। এসময় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে বিজয়ী করতে এবং ৭ জানুয়ারির নির্বাচনে ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে যাওয়ার লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানোসহ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ