28 C
আবহাওয়া
৭:৩৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২২, ২০২৫
Bnanews24.com
Home » রাবিতে পরিযায়ী পাখি সংরক্ষণের উদ্যোগ

রাবিতে পরিযায়ী পাখি সংরক্ষণের উদ্যোগ


বিএনএ, রাবি: পরিযায়ী পাখি সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় । ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের নারিকেল বাড়িয়া ক্যাম্পাসে পরিযায়ী পাখির আগমন, সংরক্ষণ ও পরিচর্যা এবং বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির বোর্ড টাঙানো হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) এ বিষয়ে এক সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুলতান- উল-ইসলাম ।

অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম বলেন, “শীতের শুরুতেই হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে নিরাপদ আশ্রয় ও খাদ্যের জন্য আমাদের দেশে অতিথি পাখির আগমন ঘটে। আমরা যদি তাদেরকে আশ্রয়টুকু ও নিরাপদে থাকতে নাই দেই তাহলে মানবজাতি হিসেবে আমাদের আদর্শ পালন করা হলো না। এসব পাখি ও জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকার বিভিন্ন আইন করেছে। তাই সকলের উচিত এই পরিযায়ী পাখি সংরক্ষণে নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করা।”

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম হুমায়ুন কবির, প্রক্টর প্রফেসর ড. আসাবুল হক, সহকারী প্রক্টর ড. আরিফুর রহমান, সহকারী প্রক্টর ড. জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ড. জালাল উদ্দীন সরদার।

বিএনএ/সাকিব, ওজি

Loading


শিরোনাম বিএনএ