26 C
আবহাওয়া
৯:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৪১

বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৪১

বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৪১

বিএনএ ডেস্ক :  বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪১ জন নিহত হয়েছেন। রোববার (২৬ ডিসেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকার এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে সরকার-সমর্থিত বেসামরিক আত্মরক্ষা বাহিনীর সদস্যরা রয়েছেন। যারা মাদারল্যান্ড প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক (ভিডিপি) নামে পরিচিত।

গত বছর সেনাবাহিনীকে সাহায্য করার জন্য তৈরি করা হয় ভিডিপি। কিন্তু দেশটির সশস্ত্র গোষ্ঠীটি তাদরে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চলাচ্ছে। এতে নিহত হচ্ছে অনেক বেসামরিক নাগরিকও।

এ ধরনের সহিংসতায় এখন পর্যন্ত দুই হাজার মানুষ নিহত হয়েছেন ও বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১৫ লাখ। মূলত রাজনৈতিক সংকটের কারণেই দেশটিতে নিরাপত্তা হুমকি দেখা দিয়েছে।

জানা গেছে, সশস্ত্র গোষ্ঠীটি আফ্রিকার কয়েকটি দেশে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। এরমধ্যে মালি, বুরকিনা ফাসো ও নাইজার অন্যতম।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ