বিএনএ,চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা। দুই দিনব্যাপি এই প্রতিযোগিতা শুরু হবে সোমবার।
শনিবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১টি দল অংশ নেবে। ২৮ ও ২৯ ডিসেম্বর নগরের শিরিষতলা প্রাঙ্গণে প্রতিযোগিতার সব খেলা অনুষ্ঠিত হবে।
২৮ ডিসেম্বর সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লেদু, কোষাধ্যক্ষ নোমান আল মাহমুদ, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সুমন দে, সদস্য সচিব মোহাম্মদ শোয়াইব এবং সংস্থার কার্যনির্বাহী সদস্য মো. আরিফুর রহমান ও আবু সামা বিপ্লব।
বিএনএনিউজ/মনির