বিএনএ,চট্টগ্রাম: কাজে যাওয়ার পথে প্রতিদিন সুমিকে (ছদ্মনাম) উত্যক্ত করত মো. রাসেল। সব শুনে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক নিলেন সাধারণের ছদ্মবেশ। এরপর নগরের খুলসী থানার ডেভার পাড়ের কুসুমবাগ এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে হাতেনাতে ধরে দেওয়া হয়েছে ১৫ দিনের কারাদণ্ড।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই কারাদণ্ড দেওয়া হয়।
ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, ছদ্মবেশে ডেবার পাড় কুসুমবাগ আবাসিক এলাকায় প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে ইভটিজিং করার সময় মো. রাসেল নামে এক বখাটেকে ধরে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি বলেন, ভিকটিমের দেওয়া তথ্যানুযায়ী ইভটিজার ভিকটিমকে তার কর্মক্ষেত্রে যাওয়া-আসার পথে ইভটিজিং করে আসছিলেন। তাই আজ ছদ্মবেশে অভিযান চালিয়ে ইভটিজারকে ইভটিজিং করার সময় হাতেনাতে ধরা হয়।
কোনো নারী ইভটিজিং এর শিকার হলে দ্রুত জেলা প্রশাসনকে জানাতে অনুরোধ করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের এই কর্মকর্তা।
বিএনএনিউজ/মনির