বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামেই এবার পাওয়া যাবে অস্ট্রেলিয়ার উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ। তাই বাংলাদেশে বিশ্বখ্যাত সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে এলো ‘শিউরসেল চট্টগ্রাম’।
জানা যায়, কোন ধরনের অস্ত্রপচার ও উচ্চ ক্ষমতাসম্পন্ন ওষুধ ব্যবহার না করে রিজেনারেটিভ মেডিসিন বা পিআরপি থেরাপি ও স্টেমসেল থেরাপির মতো সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা এখন সারাবিশ্বেই স্বীকৃত ও সমাদৃত। এই উন্নত চিকিৎসা ব্যবস্থা দিয়ে চট্টগ্রামের মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে ২০১৮ সালে চট্টগ্রামে যাত্রা শুরু করে শিওরসেল চট্টগ্রাম।
এ বিষয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসাল্টেন্ট ও শিওরসেল চট্টগ্রামের পরিচালক ডা. মো. আবদুর রব বলেন, শিওরসেল চট্টগ্রামেই বাংলাদেশে প্রথম নিয়ে এসেছে পিআরপি ও স্টেমসেল থেরাপি, সাথে নিশ্চিত করেছে দেশ সেরা ডাক্তারদের সেবা। এসব বিভাগে চিকিৎসা দিচ্ছেন দেশ-বিদেশের স্বনামধন্য চিকিৎসক ও উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মী।
তিনি বলেন, বিগত ২ বছরেরও বেশি সময় ধরে অর্থোপেডিক্স, লিভার ও পরিপাকতন্ত্র, কসমেটোলজি, স্পোর্টস ইনজুরি, নিউট্রিশান ও ডারমাটোলজি বিষয়ক সবধরনের স্বাস্থ্যসেবা দিচ্ছে শিওরসেল। হাঁটু, কোমর, হাত বা পিঠের ব্যথা, হাড়ের ভাঙা ও ক্ষয়জনিত সমস্যা, লিভার কিডনি ডায়াবেটিক ও পরিপাকতন্ত্রের সমস্যা, ত্বক বা চুলের যেকোনো সমস্যার নিশ্চিত ও সুচিকিৎসা দিতে আমরা বদ্ধ পরিকর।
শান্ত-কোলাহলমুক্ত পরিবেশে চিকিৎসাসেবা নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে সুসজ্জিত অবকাঠামো।চট্টগ্রাম শহরের প্রবর্তক মোড়ে বদনা-শাহ মাজারের বিপরীতে অবস্থিত আল-নূর বদরুন সেন্টারের ৪র্থ তলায় অবস্থিত শিওরসেল। চট্টগ্রামে বসে যারা বিশ্বমানের চিকিৎসা সেবা নিতে চান তারা যোগাযোগ করুন শিওরসেল চট্টগ্রামে। কল করুন: ০১৭-০১৬৬৪৪৪০, ০১৭-০১২৯৭২০০ এই নাম্বারে।
বিএনএনিউজ/মনির