22 C
আবহাওয়া
১১:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চিরনিদ্রায় শায়িত আবদুল কাদের

চিরনিদ্রায় শায়িত আবদুল কাদের

চিরনিদ্রায় শায়িত অভিনেতা আবদুল কাদের

বিএনএ, ঢাকা: রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের। শনিবার (২৬ ডিসেম্বর) মাগরিব নামাজের পর সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তার দাফনকার্য শেষ হয়েছে।আবদুল কাদেরের ইচ্ছা ছিল মায়ের কবরে যেন তাকে দাফন করা হয়।

এর আগে বনানী কবরস্থান মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

অভিনেতার পরিবার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে আগের  বিকাল ৩টার পর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে রাখায় হয় আব্দুল কাদেরের মরদেহ। সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন করেন তার দীর্ঘদিনের সহকর্মীসহ সর্বস্তরের মানুষ। শিল্পকলায় প্রয়াত আব্দুল কাদেরকে ঘিরে শ্রদ্ধার আয়োজন শেষ হয় ৪টা ৫ মিনিটে। এরপর আব্দুল কাদেরের মরদেহ নেওয়া হয় রাজধানীর বনানী কবরস্থানে। সেখানে তাঁর দ্বিতীয় জানাজা হয়। এরপর দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য শনিবার(২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে অভিনেতা আব্দুল কাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জনপ্রিয় এই অভিনেতা অনেকদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে গেল ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর এয়ারপোর্ট থেকে সরাসরি তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সোমবার সন্ধ্যায় তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর থেকে এভারকেয়ারের করোনা ইউনিটে ভর্তি ছিলেন আব্দুল কাদের।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ