17 C
আবহাওয়া
৭:২৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » নাইজেরিয়ায় গীর্জায় হামলা, ১১ জনকে হত্যা, অপহৃত ৭

নাইজেরিয়ায় গীর্জায় হামলা, ১১ জনকে হত্যা, অপহৃত ৭

নাইজেরিয়ায় গীর্জায় হামলা, ১১ জনকে হত্যা, অপহৃত ৭

বিএনএ, বিশ্বডেস্ক : বড়দিনের আগের দিন নাইজেরিয়ায় অনুষ্ঠান চলাকালীন সময়ে একটি গীর্জায় হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করল বোকো হারাম জঙ্গিরা। এ ছাড়া অপহরণ করা হয়েছে  গীর্জার যাজকসহ ৭ জনকে। বৃহস্পতিবার(২৪) সন্ধ্যায় দেশটির বোরনো প্রদেশের পেমি গ্রামে ট্রাক ও বাইকে করে জঙ্গিরা এ হামলা চালায়।

সিএনএন  খবরে বলা হয়, এলোপাথাড়ি গুলি চালিয়ে এবং আগুন ধরিয়ে জঙ্গিরা হত্যাযজ্ঞ চালায়। সেকথা সংবাদমাধ্যমে ফলাও করে বলেছে জঙ্গি নেতা আবওয়াকু কাবু।

কাবু জানিয়েছে, ‘মোট ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। হত্যা করা হয়েছে ৭ জনকে। উৎসবের জন্য গীর্জায় যে খাবার মজুত করা হয়েছিল তা লুট করা হয়েছে। পরে গীর্জার পাশের ঝোপ থেকে আরও ৪ জনের দেহ উদ্ধার হয়েছে।’

নাইজেরিয়ার পুলিশ জানায়, বোরনো প্রদেশের পাশেই রয়েছে সাম্বিসা অরণ্য থেকে জঙ্গিরা  এসেছিল । গীর্জায় হামলার আগে তারা এলাকার একটি হাসপাতালেও হামলা চালায়। সেখান থেকে লুট করে নিয়ে যায় ওষুধ ও অন্যান্য সরঞ্জাম।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ