21 C
আবহাওয়া
৯:২৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চলছে শৈত্যপ্রবাহ, রাতেই কমতে পারে তাপমাত্রা

চলছে শৈত্যপ্রবাহ, রাতেই কমতে পারে তাপমাত্রা


বিএনএ, ঢাকা : গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের প্রভাবে দু’দিন ধরে তাপমাত্রা কিছুটা বাড়লেও আবার কমতে শুরু করেছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার (২৬ ডিসেম্বর) রাত থেকে দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে বইতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। ফলে রাত থেকে আবারও কমে যেতে পারে তাপমাত্রা।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, আজ রাত থেকে তাপমাত্রা কোনও কোনও এলাকায় ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। তবে এটি মাঝারি মাত্রার এবং বেশি দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এর সঙ্গে দক্ষিণ-পূর্ব দিক থেকে যে বাতাস আসছে, তার সঙ্গে জলীয় বাষ্প মিশে আর্দ্রতা বাড়িয়ে দিচ্ছে। এতে ঘন কুয়াশা সৃষ্টি হচ্ছে। এটি এই মাসে এমনই থাকবে। জানুয়ারি মাসেও এই কুয়াশার দেখা যেতে পারে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ