18 C
আবহাওয়া
১:৪০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় বাতিল হল অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

করোনায় বাতিল হল অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ


বিএনএ, স্পোর্ট ডেস্ক : মহামারি করোনার চলমান এ পরিস্থিতিতে ২০২১ সালের ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং পেরুতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ টুর্নামেন্ট ২০২৩ সালের আগে আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে বিশ্বকাপ দুটি বাতিল করার ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বৃহস্পতিবার ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, মহামারি করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলো আয়োজনের চ্যালেঞ্জটা অব্যাহত আছে। আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা এখনও বলবৎ থাকায় এই দুটি টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছেনা। যেহেতু সেভাবে এখনো করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এ সিদ্ধান্ত নিতে হল।

ফিফা আরও জানিয়েছে, ২০২১ সালের টুর্নামেন্ট বাতিল হলেও ২০২৩ সালে এই দুটি টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে আয়োজক দুই দেশের সঙ্গে নিয়মিত কাজ করে যাবে ফিফা।

এর আগে করোনার কারণে ২০২০ সালের ইউরোও স্থগিত হয়। এছাড়া কোপা আমেরিকা ও আফ্রিকান ন্যাশনস কাপও স্থগিত রাখা হয়েছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ