বিএনএ, ঢাকা : জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডে রায়ের পর তাকে ফেরত চেয়ে সম্প্রতি ভারত সরকারকে যে চিঠি লিখেছে বাংলাদেশ, সেটির কোনো জবাব দিল্লি এখনো দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
“কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা,” বলেন মি. হোসেন।
পাঁচই অগাস্টের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে দুই দফায় চিঠি দেয় বাংলাদেশ সরকার। কিন্তু তাতে সাড়া দেয়নি ভারত।
মানবতাবিরোধী অপরাধে গত ১৭ই নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর নতুন করে আবারও দিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()
