22 C
আবহাওয়া
১:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৫
Bnanews24.com
Home » ফটিকছড়িতে যুবকের মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে যুবকের মরদেহ উদ্ধার

ইছামতি নদী থেকে মরদেহ উদ্ধার

বিএনএ, ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ বসতঘর থেকে মোহাম্মদ আজাদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) উপজেলার দাঁতমারা ইউনিয়নের ফারুকনগর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক সন্দ্বীপ উপজেলার ৮ নম্বর হরিশপুর ইউনিয়নের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি চট্টগ্রামে জাহাজে শ্রমিকের কাজ করতেন।

জানা যায়, নিহত আজাদ দাঁতমারা ইউনিয়নের ফারুক নগরের বাসিন্দা সোহরাব ভূঁইয়ার কন্যা আইরিন সুলতানাকে বিয়ে করে পাঁচ বছর ধরে ওই এলাকায় বসবাস করছিলেন। বসতঘরের সিলিং-এর সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করলেও প্রকৃত কারণ অনুসন্ধানে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ