সম্প্রতি পুলিশ ও প্রশাসন নিয়ে জামায়াত ইসলামী নেতা, চট্টগ্রাম-১৫ আসন (সাতকানিয়া-লোহাগড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরীর বক্তব্যের জন্য দল তাকে কারণ দশাও নোটিশ দিয়েছে। তার মন্তব্যের সমালোচনার রেশ কাটতে না কাটতে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর আরেকটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৩ মিনিট ১৬ সেকেন্ডের ওই বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, শুধু সাতকানিয়া-লোহাগাড়া নয়, পুরো চট্টগ্রামে ‘এক বছর কাজ করার জন্য ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন শাহজাহান চৌধুরী গার্ডিয়ান অব চিটাগাং।’
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর রাতে জামায়াতের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এই বক্তব্য দেন। সম্প্রতি বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শাহজাহান চৌধুরীকে বলতে শুনা যায়, নতুন এই বাংলাদেশে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা মজলুম,এখন জালেম হবে না। কারও ওপর প্রতিশোধ নয়- সব কিছু ভুলে গিয়েছেন!
শাহজাহান চৌধুরী আরও বলেন, ‘আমি এমপিগিরি রাজনীতির মাধ্যমে কোনো ধান্দাবাজি করিনি। তাই আজকে আপনাদের দুয়ারে এসেছি। আগামী নির্বাচনে আপনাদের সবার কাছে অনুরোধ, আসুন শুধুমাত্র কাঞ্চনা নয়, সাতকানিয়া-লোহাগাড়া নয়, চট্টগ্রামকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক রাজধানী হিসেবে সেকেন্ড সিঙ্গাপুর করার স্বপ্ন নিয়ে আজকে চট্টগ্রামে রাজনীতি করছি।
শাহজাহান চৌধুরীকে অর্ন্তবর্তীকালীন সরকার ড. মুহাম্মদ ইউনূস গার্ডিয়ান অব চিটাগাং ঘোষণা করেছেন এমন বক্তব্য জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, ‘এ বিষয়ে তার কিছুই জানা নেই। এ ব্যাপারে কোনো তার কোনো মন্তব্যও নেই।’
এ ব্যাপারে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটি অবান্তর কথাবার্তা। এ ধরনের কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তার জানা নেই। তা ছাড়া দেশ চালাচ্ছে এখন অন্তর্বর্তী সরকার। শাহজাহান চৌধুরী জামায়াত ইসলামীর একজন রাজনীতিবিদ। তাকে কেন এই দায়িত্ব দেওয়া হবে পাল্টা প্রশ্ন করেন শামীম ।
চট্টগ্রাম-১৫ আসন (সাতকানিয়া- লোহাগড়া ) সংসদীয় আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের অভিভাবক ঘোষণার বক্তব্যের বিষয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন বলেছেন, ‘তাকে এ রকম কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এ রকম কিছু হলে তার জানার কথা। একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় অফিস আদেশের মধ্য দিয়ে হয়ে থাকবে। এমন কি মৌখিকভাবেও কোনো নির্দেশনা পাননি বলে জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। ’
প্রসঙ্গত, প্রশাসন নিয়ে বিতর্কিত বক্তব্যের জেরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে শোকজ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত নোটিশে আগামী সাত দিনের মধ্যে তাঁকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এর মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগেও বিভিন্ন সময়ে শাহজাহান চৌধুরী সাংগঠনিক ভাবমর্যাদা ক্ষুণ্নকারী ও শৃঙ্খলাবিরোধী বিভিন্ন বক্তব্য রেখেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ‘আপনাকে কয়েকবার সতর্ক করা হয়েছে ও পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি আমিরে জামায়াতও আপনাকে ডেকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সতর্ক করেছেন। এতদসত্ত্বেও আপনার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ করা যাচ্ছে না।’
সৈয়দ সাকিব
![]()
