22 C
আবহাওয়া
১:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৫
Bnanews24.com
Home » ইন্টারকন্টিনেন্টালে রেখে নারী কবিকে ধর্ষণ করেছে আলী রিয়াজ?

ইন্টারকন্টিনেন্টালে রেখে নারী কবিকে ধর্ষণ করেছে আলী রিয়াজ?


বিএনএ, ডেস্ক : জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, প্রতারণা এবং জোরপূর্বক গর্ভপাত করানোর গুরুতর অভিযোগ তুলেছেন অতন্দ্র নূরী পা নামের এক নারী।

YouTube player

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘মুক্তধারা ৭১’ নামের এক ইউটিউব থেকে ৩ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে অতন্দ্র নূরী পা নামের ওই নারী নিজেকে একজন কবি হিসেবে পরিচয় দেন। আলী বিয়াজের হুমকির পরিপ্রেক্ষিতে বর্তমানে প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন অতন্দ্র নূরী।

চোখে মোটা ফ্রেমের চশমা মুখে গোলাপী মাক্স শাড়ি পড়া একটি সাধারণ মানের খাটের ওপর বসা অবস্থায় ভিডিওটি করা হয়। ভিডিও বার্তায় অতন্দ্র নূরী জানান, কবিতার সূত্র ধরে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ফেসবুকে অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে তার পরিচয় হয়। আলী রিয়াজ নিজের একাকিত্ব ও নিঃসঙ্গতার কথা শেয়ার করার মাধ্যমে তাদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়ে।

অতন্দ্র নূরী পা নামের এই নারী কবি বলেন, প্রেগন্যান্সি নিশ্চিত হওয়ার পর থেকেই আলী রিয়াজ তাকে এড়িয়ে চলতে শুরু করেন। এরপর দিলরুবা শারমিন নামের এক নারী তাকে ফোন করে দেশের রাজনৈতিক পরিস্থিতির দোহাই দিয়ে এবং আলী রিয়াজের বিপদের কথা বলে গর্ভপাতের জন্য চাপ দেন। একপর্যায়ে তাকে বুঝিয়ে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গর্ভপাত করানো হয়।

এই নারী আরও অভিযোগ করেন, গর্ভপাতের পর আলী রিয়াজ তার সঙ্গে সবধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। যোগাযোগের চেষ্টা করলে তার ওপর নেমে আসে মানসিক নির্যাতন ও হুমকি। কান্নাজড়িত কণ্ঠে ওই নারী বলেন, “পুলিশ আমাকে হুমকি দিচ্ছে। আমাকে তুলে নিয়ে গুম করার ভয় দেখানো হচ্ছে। আমি ভয়ে ফোন বন্ধ করে বোরখা পরে পালিয়ে বেড়াচ্ছি। নিজের বাসাতেও থাকতে পারছি না।”

এই নারী কবি অতন্দ্র নূরীর এমন বিম্ফোরক অভিযোগের বিষয়ে অধ্যাপক আলী রিয়াজ বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

অভিযোগকারি নূরী ওই ভিডিও বার্তায় তার নাম ছাড়া বিস্তারিত পরিচয় জানায়নি। ফলে একই ভিডিও বার্তার শতভাগ নিশ্চিত এবং ঘটনার দীর্ঘ ১৫ মাস পর কেন অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে এমন অভিযোগ করছেন তার বিস্তারিত জানা যায়নি।

অনেকে মনে করছেন, অধ্যাপক আলী রিয়াজকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে একটি মহল মুখোশ পড়া নারীকে দিয়ে এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলে তৎপর রয়েছে।

সৈয়দ সাকিব

Loading


শিরোনাম বিএনএ