বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করায় আদালত পাড়ায় বিক্ষোভ করেছে সনাতনীরা । এসময় তারা আদালত প্রাঙ্গন মসজিদে হামলা চালিয়ে মসজিদের গ্লাস ভাঙচুর করে। এসময় বাইরে থাকা শত শত কার মোটর সাইকেল ভাংচুর করে তারা ।
উল্লেখ্য, গত সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে তাঁকে চট্টগ্রাম আদালতে নিয়ে আসা হয়।
এদিকে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম জামিন নামঞ্জুরের আদেশ দেন।
আদেশের পরপরই এজলাসের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন ভক্ত-অনুসারীরা। তাকে বহনকারী প্রিজনভ্যান আদালত চত্বর ত্যাগ করতে পারেনি। প্রিজন ভ্যানের আগে পেছনে সনাতন ধর্মাবলম্বীরা জড়ো হয়ে মিছিল করতে থাকেন। এক পর্যায়ে তারা প্রিজনভ্যান আটকে বিক্ষোভ শুরু করেন। এসময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।
দিনভর আদালত পাড়ায়, মসজিদে হামলা ,গাড়ী ভাংচুর সবশেষ এক আইনজীবি নিহতের ঘটনায় সাধারণ মুসল্লীরা নিউ মার্কেটে বিক্ষোভ করতে থাকে । নিহতের ঘটনার খবর ছড়িয়ে পড়লে আইনজীবিরাও বিক্ষোভ মিছিল করে।
বিএনএনিউজ / নাবিদ/এইচমুন্নী