26 C
আবহাওয়া
৩:২৯ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বিএনএ, ঢাকা: লেনী ফ্যাশনস ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। মহাসড়ক অবরোধ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। অনেক চালক বিকল্প সড়ক ব্যবহার করছেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার ( ২৬ নভেম্বর ) সকাল সাড়ে সাতটার দিকে তাঁরা ডিইপিজেডের সামনে জড়ো হয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেডের সামনের অংশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারী একাধিক শ্রমিক জানান, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) চার বছর আগে শ্রমিকদের বেতন বকেয়া রেখে বন্ধ হয়ে ‍যায় লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানা। ইতিমধ্যে কারখানা দুটির একটি বিক্রি হয়েছে। বিক্রির টাকা ব্যাংকে জমা থাকলেও শ্রমিকদের বকেয়া বেতন এখনো পরিশোধ করা হয়নি। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন।

আন্দোলকারী এক শ্রমিক বলেন, ‘চার বছর ধইরা বেপজা আমাদের ঘুরাইতাছে। তারা যাইতে বললে প্রত্যেকটা মিটিংয়ে যাই। এখন একটা জায়গায় কাজ করি, সেখান থিকা ছুটি নিয়া যাই। তাঁরা বলে টাকা দিবো। সেপ্টেম্বরের ৯ তারিখেও বেপজা থিকা ফোন দিয়া বলছে আন্দোলনে যোগ দিয়েন না, নভেম্বরের ৩০ তারিখে টাকা দেওয়া হবে। গতকাল আবার বলছে টাকা দিবে আরও পরে। আমাদের নির্দিষ্ট কোনো তারিখ কেন দিচ্ছে না? আমরা যেখানে চাকরি করি, সেখান থিকা বারবার ছুটি নেওয়ায় চাকরিও চলে গেছে অনেকের। তারিখ না দিলে আমরা সড়ক ছাড়ব না। বুধবার ডিইপিজেডে কাউকে ঢুকতে দিব না।’

আরেক শ্রমিক বলেন, ‘আমাদের একটি ফ্যাক্টরি বিক্রি হয়ে গেছে। অথচ আমাদের বকেয়া টাকা দেওয়া হচ্ছে না। আগের ফ্যাসিবাদী সরকারের কিছু দালাল এখনো রয়ে গেছে, যারা আমাদের ঘুরাচ্ছে, টাকা দিতে চাচ্ছে না। বারবার তারিখ দেওয়া হচ্ছে। বেপজার কর্মকর্তারা এখানে এসে ৩০ নভেম্বরের মধ্যে টাকা পরিশোধের ঘোষণা না দেওয়া পর্য়ন্ত আমাদের কর্মসূচি চলবে।’

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, শ্রমিকেরা ডিইপিজেডের সামনে মহাসড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়েছে। ওই সড়ক ব্যবহারকারী যানবাহনগুলো নবীনগর থেকে ধামরাই-ঢুলিভিটা হয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছে। অপর পাশ থেকে আসা পরিবহনগুলো চন্দ্রা থেকে ওয়াল্টনের সামনে দিয়ে ধামরাই-ঢুলিভিটা হয়ে ঢাকার দিকে যাচ্ছে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার বলেন, ‘লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা বকেয়া পরিশোধের দাবি জানিয়ে সড়ক অবরোধ করেছেন। এর আগেও তাঁরা একই দাবিতে এ ধরনের কর্মসিূচি পালন করেছিলেন। আমরা তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছিলাম। আজও তাঁদের সঙ্গে কথা হচ্ছে। স্থায়ী সমাধানের জন্য বেপজা কর্তৃপক্ষের এ ব্যাপারে শ্রমিকদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন।’

বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজ বলেন, লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস দুটি কারখানা একই মালিকের। শ্রমিকদের বকেয়া পরিশোধের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ জন্য লেনী আ্যপারেলস ইতিমধ্যে বিক্রি করা সম্ভব হয়েছে। তবে লেনী ফ্যাশন বিক্রির জন্য পাঁচবার নিলামের ব্যবস্থা করা হলেও প্রত্যাশা অনুযায়ী ক্রেতা পাওয়া না যাওয়ায় বিক্রি করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে। যেহেতু একই মালিকেরই দুটি প্রতিষ্ঠান, তাই দুটি কারখানার শ্রমিকদের বকেয়া একসঙ্গে পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনগত জটিলতা থাকায় একটি কারখানা বিক্রির টাকা অন্য কারখানার শ্রমিকদের দেওয়ার সুযোগ নেই। দ্রুতই নিলামের মাধ্যমে কারখানাটি বিক্রির উদ্যোগ নেওয়া হবে এবং সব শ্রমিকের বকেয়া পরিশোধ করা সম্ভব হবে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
ইউএস-বাংলা এয়ারলাইনসে সোয়া ৯ লাখ সৌদি রিয়ালসহ যাত্রী আটক কালুরঘাট প্রস্তাবিত নতুন সেতু: ডিসেম্বরে প্রকল্প পরিচালক নিয়োগ, জুনে ভূমি অধিগ্রহণ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আইসিসি'র প্রধান কৌঁসুলি করিম খান রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েও দাবি জানাতে পারে-স্বরাষ্ট্র উপদেষ্টা শাপলা চত্বরে ‘গণহত্যা’: শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ রাষ্ট্রের সংবিধান সংস্কারে বিএনপির প্রস্তাবনা পেশ আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রদ্রোহিতার মামলায় চিন্ময় ব্রহ্মচারীর জামিন না মঞ্জুর ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ২৪ অগ্রসর হচ্ছে বঙ্গোপাসাগরে সৃষ্ট নিম্নচাপটি