ইসরাইলী কোম্পানীর সাথে সংশ্লিষ্ট M/V Central Park নামে একটি অয়েল ট্যাঙ্কারকে জব্দ করেছে হুতি বিদ্রোহীরা। জাহাজটি যুক্তরাজ্য-ভিত্তিক, ইইসরাইল-সংযুক্ত কোম্পানির মালিকানাধীন এবং পরিচালিত। রবিবার(২৬ নভেম্বর ২০২৩) এডেন উপসাগরে আট সশস্ত্র ব্যক্তি জাহাজটি জব্দ করে হুদেইদা বন্দরের দিকে যাত্রার নির্দেশ দিয়েছে।
ইয়েমেনের হুথিরা আগে হুমকি দিয়েছিল যে ট্যাঙ্কারটি হোদেইদা বন্দরের দিকে যাত্রা না করলে জাহাজে হামলা করবে।
মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে বলেছে যে “মার্কিন নৌ বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। জাহাজ সেন্ট্রাল পার্ক এর ক্যাপ্টেনকে হুথির হুমকি উপেক্ষা” করতে বলা হয়েছে।
শুক্রবার ভারত মহাসাগরে সন্দেহভাজন ইরানি ড্রোন হামলায় ইসরায়েলের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হুথিরা দক্ষিণ লোহিত সাগরে ইসরায়েল-সংযুক্ত একটি কার্গো জাহাজ জব্দ করার এক সপ্তাহ পরে M/V Central Park জব্দ করেছে।
বিএনএ,জিএন