19 C
আবহাওয়া
৩:০৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৭৩ দশমিক ৮১ শতাংশ

চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৭৩ দশমিক ৮১ শতাংশ


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে এইচএসসি পরীক্ষায়  ৭৩ দশমিক ৮১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এ হার ছিল   ৮০ দশমিক ৫০ শতাংশ।  রোববার  (২৬ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসির ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৭৩ দশমিক ৮১ শতাংশ
চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৭৩ দশমিক ৮১ শতাংশ

 

চলতি বছর এসএসসি পর এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। গত বছরের চেয়ে পাসের হার কমেছে ৭.৩১ শতাংশ আর জিপিএ-৫ কমেছে ৮৩ হাজার ৯১৭। অন্যান্য কিছু সূচকেও নেতিবাচক ফল হয়েছে এবার।

গত ১৭ আগস্ট শুরু হয়েছিল এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। অবশ্য প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা কিছুদিন পর শুরু হয়েছিল। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ