25 C
আবহাওয়া
১২:৩৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় আরও ৭৯৯ জনের মৃত্যু

বিশ্বে করোনায় আরও ৭৯৯ জনের মৃত্যু

করোনায় মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্ক: বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমে আসছে। এরই ধারাবাহিকতায় গত এক দিনে বিশ্বে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৯৯৫ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ২৪১ জন।

একইসময়ে এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৭৯৯ জনের। এখন পর্যন্ত মোট করোনায় ৬৬ লাখ ৩৫ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৬২ কোটি ৪২ লাখ ৭ হাজার ৫৮২ জন।

শনিবার (২৬ নভেম্বর) সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জাপানে সবচেয়ে বেশি ১ লাখ ১৭ হাজার ৮৪০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুর শীর্ষে ব্রাজিল। দেশটিতে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া ফ্রান্সে ৬৮ জনের মৃত্যু এবং শনাক্ত ৪৮ হাজার ৬১৯ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ৫৮ জন এবং আক্রান্ত ৯ হাজার ৫১৩ জন। দক্ষিণ কোরিয়ায় মৃত্যু ৫৫ জন এবং আক্রান্ত ৫৩ হাজার ৯৯৮ জন। রাশিয়ায় মৃত্যু ৫৬ জন এবং আক্রান্ত ৫ হাজার ৯৯২ জন। তাইওয়ানে মৃত্যু ৫৬ জন এবং আক্রান্ত ১৪ হাজার ১৯৫ জন। জাপানে মৃত্যু ১০০ জন এবং আক্রান্ত ১ লাখ ১৭ হাজার ৮৪০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ