31 C
আবহাওয়া
২:২২ অপরাহ্ণ - অক্টোবর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত

সীমান্তে গুলি: বিএসএফ মরদেহ নিয়ে গেল এক ব্যবসায়ীর

বিএনএ,ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। রেজাউল করিম (২৬) নামে এ ওষুধ ব্যবসায়ীর মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলে জানা গেছে। নিহত রেজাউল করিম শেরপুর জেলার নারায়নপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

শুক্রবার (২৫ অক্টোবর) উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সিপাড়া বিজিবি ক্যাম্প দীগলবাঘ সীমান্ত এলাকায় ১১৩৯/৯ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

রাতে মুন্সিপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, নিহত রেজাউল করিম ওষুধ ব্যবসায়ী। তিনি স্বল্পমূল্যে ওষুধ আনার জন্য ওই দিন ভারতে প্রবেশ করে। ওই দিন রাত ৯টায় সীমান্তে বিকট গুলির শব্দ পায় স্থানীয়রা। পরে ওই রাতে রেজাউল করিম ফেরত আসেনি।

মুন্সিপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী বলেন, নিহত রেজাউল করিম অবৈধভাবে ভারতের ভিতরে ঢুকে যায়। সেখানে তিনি মারা গেছেন। বিএসএফের পক্ষ থেকে আমাদের একটি চিঠি দিয়েছে। চিঠিতে মৃত্যুর কারণ বা কেন সে ভারতে প্রবেশ করেছেন তা উল্লেখ করা হয়নি। আমরা শনিবার একটি চিঠি পাঠাব। তবে, আমাদের ক্যাম্প এলাকা দিয়ে মরদেহ আনার কোনো সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ