15 C
আবহাওয়া
৭:২২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে পাইপলাইন লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬

নারায়ণগঞ্জে পাইপলাইন লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে

বিএনএ,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের পাইপলাইন লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।শুক্রবার (২৫ অক্টোবর) দিনগত রাতে রূপগঞ্জের ডহরগাঁও এলাকার এক বাসায় এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- মো. বাবুল হোসেন (৪৭), শেলি আক্তার (৩৬), মুন্নি আক্তার (২০), মো. জুয়েল (২২), মো. ইসমাইল (১৬) ও তাসলিমা আক্তার (১৩)।দগ্ধদের সবার অবস্থা আশংকাজনক ।

দগ্ধরা সবাই রূপগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করেন। রাতে বাসায় মশার কয়েল ধরানোর জন্য আগুন জ্বালালে সঙ্গে সঙ্গে রুমে আগুন ধরে যায়। এতে একই পরিবারে এই ছয় সদস্য দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান,   দগ্ধ ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবার শরীরে ৫৫ শতাংশের বেশি দগ্ধ হয়েছে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ