27 C
আবহাওয়া
৩:০৫ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বেপরোয়া লরির ধাক্কায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

বেপরোয়া লরির ধাক্কায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু


বিএনএ, মিরসরাই: চট্টগ্রামে মিরসরাইয়ে বিএসআরএম কারখানার স্ক্র্যাপবাহী বেপরোয়া লরির ধাক্কায় এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত মাদ্রাসা ছাত্রীর নাম তানজিনা আক্তার (১৪)।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মিরসরাইয়ের ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিনা আক্তার ওয়াহেদপুর ইউনিয়নের ভাঙ্গারপুল এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। সে হয়রত শাহসুফী মাওলানা নুর আহম্মদ (রঃ) দাখিল মাদ্রাসা প্রকাশ বড়দারগারহাট বুড়া হুজুর মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার জন্য সড়ক পার হওয়ার সময় বিএসআরএম কারখানার স্ক্র্যাপবাহী বেপরোয়া লরির ধাক্কায় ওই মাদ্রাসা ছাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এতে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।

এছাড়া স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ও সীতাকুণ্ড অংশে অধিকাংশ সড়ক দুর্ঘটনার মূল কারণ বিএসআরএম এর ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ স্ক্র্যাপবাহী বেপরোয়া গতির লরি। এসব স্ক্র্যাপ গাড়িতে নিয়ম বহির্ভূতভাবে খোলামেলা ও ঝুঁকিপূর্ণ ভাবে বহন করা স্ক্র্যাপ ( লোহার ভাঙ্গা অংশ) সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এতে মহাসড়কে চলাচলকারী শত শত গাড়ির চাকা ব্লাষ্ট হয়ে দুর্ঘটনা হয়। এছাড়া প্রতিনিয়ত মানুষের প্রাণহানি ঘটছে ও পঙ্গুত্ব বরণ করছে।

কুমিরা হাইওয়ে পুলিশের এসআই আলমগীর হোসেন জানান, মাদ্রাসা ছাত্রী নিহতের ঘটনায় বিএসআরএম কারখানার স্ক্র্যাপবাহি একটি লরি হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। আটককৃত লরি মোহাম্মদ আলী এন্টারপ্রাইজের ব্যানারে পরিচালিত হয়।

বিএনএ/ আশরাফ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ