24 C
আবহাওয়া
২:৫৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫

বোয়ালখালীতে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫

বোয়ালখালীতে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বোয়ালখালীতে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত: ১৫ জন আহত হয়েছে। বুধবার(২৬ অক্টোবর) উপজেলার আরাকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকায় এ ঘটনা ঘটেছে।

হাসপাতালে আসা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিশ্বজিৎ পালিত।

তিনি বলেন, বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৮ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে আয়ান (৫) নামের এক শিশু বিড়ালের কামড়ে আহত হয়েছে।

আহতরা হলেন, গিয়াস উদ্দিন (২৮), একরাম হোসেন (২৩), ফারহান (৫), আরিফা (৫), পারভীন আকতার (৩০), কুতুব উদ্দিন (৩৪), জহুর আলম (৬০), কামরুল আমিন (২৩), মফিজুর রহমান (৬২) ও আয়ান (৫)। আহত অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুপুর ২টা থেকে আরাকান সড়কের গোমদণ্ডী ফুলতল থেকে পেতন আউলিয়া মাজার গেইট পথচারীদের কামড়াতে শুরু করে। এতে নারী-শিশুসহ অন্তত: ১৫ জন আহত হন।

বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, কুকুরের কামড়ে আহত হওয়ার বিষয়ে খবর নিচ্ছি।

বিএনএ/ বাবর মুনাফ, ওজি

Loading


শিরোনাম বিএনএ