25 C
আবহাওয়া
৬:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » দেশে আসলো সিনোফার্মের আরও ২ লাখ ডোজ টিকা

দেশে আসলো সিনোফার্মের আরও ২ লাখ ডোজ টিকা

দেশে আসলো সিনোফার্মের আরও ২ লাখ ডোজ টিকা

বিএনএ ঢাকা: চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি আরও দুই লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে টিকার  চালান বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান। তিনি বলেন,  আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সরকারকে শুভেচ্ছা উপহার (অনুদান) হিসেবে এই টিকা দেয়া হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও সাবেক রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন বিমানবন্দরে উপস্থিত থেকে চালানটি গ্রহণ করেন।

এ বছরের ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে অক্সফোর্ড-অ্যাসট্রাজেনেকার টিকার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হয় গণটিকাদান কার্যক্রম।

এখন পর্যন্ত দেশে মোট  ৬ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৫৩ জনকে টিকা দেয়া হয়েছে । এর মধ্যে ৪ কোটি ৬২ লাখ ৭ হাজার ৬৮৮ জন নিয়েছেন প্রথম ডোজ এবং ২ কোটি ৮ লাখ ৬২ হাজার ৬৫ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ