16 C
আবহাওয়া
৬:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে পালানোর সময় চট্টগ্রামের ছাত্রলীগ নেতা আটক

ভারতে পালানোর সময় চট্টগ্রামের ছাত্রলীগ নেতা আটক


বিএনএ, নওগাঁ : ভারতে পালানোর সময় মো. আব্দুল্লাহ আল আহসান (২৪) নামে চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতাকে নওগাঁর মহাদেবপুর থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বিজিবির সহায়তায় উপজেলার দেওপাড়া গ্রাম থেকে তাকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়।

আটক মো. আবদুল্লাহ চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। তিনি চান্দগাঁও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। মহাদেবপুর থানার ওসি মো. হাশমত আলী।

তিনি বলেন, বিজিবির সহায়তায় তাকে আটক করা হয়। দুপুরে আদালতে মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নামে চট্টগ্রামের চান্দগাঁও থানায় তার নামে ৩টি মামলা হয়েছে। মামলার ভয়ে তিনি নওগাঁর ধামইরহাট থানার সীমান্ত দিয়ে পালানোর জন্য মহাদেবপুর উপজেলার এক এজেন্টের সঙ্গে চুক্তি করেন। এ তথ্যটি বিজিবি পাওয়ার পর প্রথমে সেই এজেন্টকে জিম্মায় নেয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার হাতুর ইউপির দেওপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

বিএনএনিউজ /এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ