27 C
আবহাওয়া
১২:১৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » দুর্গাপূজায় টানা ছয়দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

দুর্গাপূজায় টানা ছয়দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

দুর্গাপূজায় টানা ছয়দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

বিএনএ, সাতক্ষীরা: হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই প্রথম টানা ৬ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মাকসুদ খান এ তথ্য জানিয়েছেন।

আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন দুই দেশের ব্যবসায়ীরা। তবে টানা ছয় দিন বন্ধের পর সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মাকসুদ খান বলেন, এ বছরই প্রথম দুর্গাপূজায় টানা ছয় দিন বন্ধ থাকবে ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে ও সরকারি ছুটির সঙ্গে মিল রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে পাথরসহ সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। একইসঙ্গে আগামী ১৫ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ