24 C
আবহাওয়া
৯:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ধানমন্ডিতে বিএনপির সমাবেশে নিষেধাজ্ঞা

ধানমন্ডিতে বিএনপির সমাবেশে নিষেধাজ্ঞা

বিএনপি

বিএনএ, ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে একই স্থানে ও একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে বিএনপি ও যুবলীগ। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু দুই দল একই জায়গায় একই সময়ে সমাবেশ ডাকায় ধানমন্ডিতে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে বিএনপিকে হাজারীবাগ শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে সংক্ষিপ্ত সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ। তিনি বলেন, রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশে বিএনপি ও যুবলীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। এতে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটতে পারে- এমন আশঙ্কায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে বেড়িবাঁধ এলাকায় বিএনপিকে সংক্ষিপ্তভাবে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর ২ টা ৩০ মিনিটে হাজারীবাগ বেড়িবাঁধ সংলগ্ন শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন সড়কে সমাবেশ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সোমবার বিকেল ৩টায় ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জোন-৪ (নিউমার্কেট, হাজারীবাগ, কলাবাগান ও ধানমন্ডি থানা) এর উদ্যোগে সমাবেশ হওয়ার কথা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ধানমন্ডি জোনের এ কর্মসূচিতে প্রধান অতিথি থাকার রয়েছে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর।

বিশেষ অতিথি থাকবেন ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু। সভাপতিত্ব করার কথা রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামের।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ