27 C
আবহাওয়া
১২:২৯ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » ২৫ নভেম্বর বিয়ের পিঁড়িতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা

২৫ নভেম্বর বিয়ের পিঁড়িতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা

প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক: ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়র আগামী ছবির নাম। ছবির নামেই এমন চমক। তা হলে বাকিটা তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্তর জুটি নিয়ে দর্শকমহলে বরাবরই উত্তেজনার শেষ নেই। বিশেষত এই ছবি ঘোষণার পর থেকে উত্তেজনা আরো খানিকটা বেশি। বিয়ের দিন-ক্ষণ ঠিক করে ফেললেন তারা। এ বছরের শেষেই এক হবে চার হাত।

অনেক দিন ধরেই সকলের মনে প্রশ্ন প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের তারিখটা কবে? জানা গেল, নভেম্বরের ২৫ তারিখ বিয়ের দিন পাকা। এদিনই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। বছরের শেষে আবারো পর্দায় পুরনো ম্যাজিক দেখবেন দর্শক।

তবে শুধুই কি এই ছবিতে প্রসেনজিৎ,ঋতুপর্ণা ম্যাজিক দেখতে পাবে দর্শক। না শুধু তাই নয়। আরো দুজনকে এই ছবিতে দেখা যেতে পারে, টলিউডে এমনই গুঞ্জন। সূত্র বলছে, যদিও প্রসেনজিৎ, ঋতুপর্ণাকেই এখনো অবধি দেখা যাচ্ছে কিন্তু আদতে ছবির অনেকটা অংশ জুড়ে রয়েছেন অভিনেতা ঋষভ বসু। এই ছবির হাত ধরে বড় পর্দায় আরো একজনকে দেখবেন দর্শক। ছোট পর্দার জনপ্রিয় মুখ ইপ্সিতা মুখোপাধ্যায়।

ইপ্সিতা আর ঋষভকে কি জুটি বাঁধবেন এই ছবিতে? এটি অবশ্য এখনো নিশ্চিত নয়। সম্রাট শর্মা পরিচালিত এ ছবি চমকে ভরা। তবে এ প্রসঙ্গে এই মুহূর্তে একটি শব্দও খরচ করতে রাজি নন পরিচালক।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ