বিএনএ ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। তৃতীয়বারের মতো বাছাইপর্বে চ্যাম্পিয়ন হলো সালমা-রুমানারা।
রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৯ উইকেট হারিয়ে ১১৩ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।
বাংলাদেশের মুরশিদা খাতুন ও ফারজানা হকের ওপেনিং জুটিতে আসে ২৩ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। ফারজানা হক ৫৫ বলে ৬১ ও রুমানা আহমেদ ২০ বলে ২১ রান করেন। এছাড়া বাংলাদেশের আর কোন ব্যাটার দুই অংকের ঘরে পৌঁছাতে পারেন নি।
আয়ারল্যান্ডের হয়ে লরা ডেলানি ৩টি , কারা মুরি ও আর্লিন কেলি ২টি করে এবং ১ উইকেট শিকার করেন ইমার রিচার্ডসন।
বাংলাদেশের দেয়া ১২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় আয়ারল্যান্ড। দলীয় ৫০ রানের মধ্যেই ৬ উইকেট হারায় তারা। এরপরে বাংলাদেশের বোলারদের সামনে আর টিকতে পারেন নি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন। তবে শেষের দিকে মেরি ওয়ালড্রন-১৯, আর্লিন কেলি-২৮ ও কারা মুরির ১৩ রানে জয়ের স্বপ্ন দেখতে থাকে আয়ারল্যান্ড। তবে শেষ পর্যন্ত তা আর আলোর মুখ দেখেনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।
বল হাতে বাংলাদেশে রুমানা আহমেদ ২৪ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। আর ২টি করে উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা, নাহিদা আক্তার ও সোহেলি আক্তার।
এর আগে সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে ২০১৮ ও ২০১৯ সালে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশের নারীরা। তার আগে ২০১৪ সালে স্বাগতিক হিসেবে এবং ২০১৫ সালে বিশ্বকাপের বাছাইপর্বে রানার্স-আপ হয়ে খেলেছিল বাঘিনীরা।
বিএনএ/এ আর