বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনি ভূখণ্ডকে ইহুদিবাদী চেহারা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর রেজুলেশন অনুযায়ী এ অঞ্চলে ইহুদিবাদী বসতি স্থাপন করা অবৈধ। তা সত্ত্বেও ইসরায়েল ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করে তাদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে এ অঞ্চলে ইহুদিবাদী বসতি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।
ইহুদিবাদী বসতি নির্মাণের কড়া সমালোচনা করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিন। তিনি ইহুদিবাদী বসতি নির্মাণকে সরাসরি অবৈধ বলে উল্লেখ করে বলেন: ইহুদিবাদী উপশহর নির্মাণের ফলে ফিলিস্তিনের সঙ্গে ভৌগোলিক যোগাযোগ বিঘ্নিত হবে।
সম্প্রতি ফিলিস্তিনীদের সমর্থনে আয়ারল্যান্ডে ইহুদিবাদী ইসরাইল বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা তাদের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি অপরাধযজ্ঞ এবং ফিলিস্তিনীদের ওপর ইহুদিবাদীদের বর্ণবাদী আচরণ তদন্ত করে দেখার জন্য জাতিসংঘের ওপর যেন চাপ সৃষ্টি করা হয়। একইসঙ্গে তারা ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করে তাদের বাস্তুচ্যুত করার প্রক্রিয়া বন্ধ করারও দাবি জানায়।
বিএনএনিউজ/এইচ.এম।