বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় নালা থেকে অজ্ঞাত এক যুবকের(৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। । রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ওসি সাখাওয়াৎ হোসেন জানান, নালা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। । প্রাথমিকভাবে মনে হচ্ছে মরদেহটি একজন ভবঘুরের। তার পরনে লুঙ্গি ছাড়া আর কোনো কাপড় ছিল না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিএনএ/ ওজি