25 C
আবহাওয়া
৫:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » স্ত্রীর সঙ্গে ঝগড়া,স্বামীর আত্মহত্যা

স্ত্রীর সঙ্গে ঝগড়া,স্বামীর আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের  কালামিয়া বাজার এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নয়ন নাথ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নেজাম কলোনিতে এ ঘটনা ঘটে।নয়ন নাথ পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার অনিক নাথের ছেলে। তিনি নগরের লালদীঘির পাড়ে সেন্ট্রাল হোমিও ফার্মেসিতে চাকরি করতেন।

পুলিশ জানায়, সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নয়ন নাথ বাসার ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে নিজের গলায় ফাঁস লাগায়।   সেখান থেকে মুমূর্ষু অবস্থায় পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ