বিএনএ বিশ্ব ডেস্ক : তালেবান সরকারের উপমন্ত্রী ও মুখপাত্র জবিহ উল্লাহ মুজাহিদ সম্প্রতি আশা প্রকাশ করে বলেন, বিশ্ব নেতৃবৃন্দ শীঘ্রই তালেবান সরকারকে স্বীকৃতি দেবে।উপমন্ত্রী বলেন, বেশ কয়েকটি দেশের প্রতিনিধি ইতোমধ্যে আফগানিস্তান সফর করেছেন এবং তারা (তালেবান) জাতিসংঘ মহাসচিবের কাছে স্বীকৃতির জন্য একটি চিঠি পাঠিয়েছে।
তালেবান নেতারা বর্তমানে জাতিসংঘের সাথে আলোচনায় ব্যস্ত রয়েছে। দেশের আর্থিক ও মানবিক সংকট দূর করতে বিশ্বের স্বীকৃতি পেতে মরিয়া তালেবান সরকার এখন মরিয়া হয়ে ওঠেছে।
আফগানিস্তান তালেবান নিউজ
আফগানিস্তানের ক্ষমতায় অধিষ্ঠিত হবার ৪৫দিন পার হলেও তালেবান সরকারকে বিশ্বের কোন দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় নি।
মানবাধিকার, নারী অধিকার, নারীদের সরকারের অন্তর্ভুক্তকরণ, সন্ত্রাসীদের দেশে আশ্রয় না দেয়ার ব্যাপারে তালেবানরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের সাথে কাতার ভিত্তিক দ্বিপাক্ষিক আলোচনায় প্রতিশ্রতিবদ্ধ ছিল।
কিন্ত ইসলামিক এমিরাট অব আফগানিস্তান গঠনের পর সে ওয়াদা তারা এখন রক্ষা করছে না।
আরও পড়ুন : নতুন এনআইডি ও পাসপোর্ট দেবে-তালেবান সরকার
অপরদিকে তালেবানরা ক্ষমতা দখলের পর আফগানিস্তানের প্রায় ১০বিলিয়ন মার্কিন ডলার মার্কিন যুক্তরাষ্ট্র সরকার জব্ধ করে রেখেছে। যে অর্থ ছাড় দেয়া না হলে দেশটি অর্থনৈতিক ও মানবিক সংকটে পতিত হবে। এসব অর্থ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে জমা ছিল।
বিএনএনিউজ২৪,এসজিএন