বিএনএ ডেস্ক :হযরত শাহ মৌলানা হাফেজ আহমদ (রহ.) শাহ্ সাহেব কেবলা চুনতী প্রবর্তিত ১৯ দিন ব্যাপী ৫১তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন উপকমিটির সভা শুক্রবার(২৪ সেপ্টেম্বর) সীরাত ময়দান সংলগ্ন মাহফিল কমপ্লেক্সে আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দারুন উলুম আলীয়া মাদ্রাসা ছাত্র সংসদ জিএস শেখ সুলতান রাফি। নাতে রাসুল (স.) পাঠ করেন অর্ণব ক্লাব সদস্য জামাল উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবক ও চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী। সহস্রাধিক প্রতিনিধিদের উপস্থিতিতে তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় মাহফিলের সফলতা ও সার্বিক সহযোগিতার প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন চুনতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, কলাউজান ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাঈদ, সোনাকানিয়া ইউনিয়ন প্রতিনিধি আলহাজ্ব মাওলানা সৈয়দ আহমদ, সাংবাদিক আবুল কালাম আজাদ (কলাউজান), সেলিম উদ্দিন (সোনাকানিয়া), মাওলানা আহমদুল করীম (সাতকানিয়া), আবুল হাশেম (রাঙামাটি), বাহাদুর চৌধুরী (কুমিরা ঘোনা), মাস্টার নাসির আহমদ (হাটকুলা মোড়া), মোহাম্মদ নুরুচ্ছফা (টেকনাফ), ডা. আনোয়ার হোসেন (আমিরাবাদ), নূর খান (চকরিয়া), মাস্টার এহসানুল হক (মাইজপাড়া), মাস্টার মোহাম্মদ মিয়া ফারুক (পদুয়া), আখতার হোসেন (হাজি রাস্তা), মাস্টার নাসির আহমদ (বড়হাতিয়া), আসমা উল্লাহ ইমরাত (কানাডা), ইউপি সদস্য আব্দুল মান্নান (নারিশচা), মাস্টার আবদুস সালাম (পশ্চিম আমিরাবাদ), শরীফ উদ্দিন (পুটিবিলা), মাওলানা মুহাম্মদ ইউনূস (মীর্জাখিল) প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য মাওলানা জাফর সাদেক মিয়াজী, মাওলানা কফিল উদ্দিন, মাওলানা এবাদুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ শওকত, মছিহুল আজিম খাঁন, মোহাম্মদ নাসিম, ছৈয়দ উদ্দিন ছিদ্দিকী, জমিল উদ্দিন, মোহাম্মদ হোসেন, কামরুল হুদা, বাহার উদ্দিন রাশেদ, যাহেদুর রহমান, কাজী আরিফুল ইসলাম, আবরারুল হক মুকুট, মসজিদ এ বায়তুল্লাহ’র খতীব মাওলানা সালাউদ্দিন হাবীবি।
উপকমিটির সমন্বয়কারী সদস্যবৃন্দের মধ্যে ছিলেন খালেদ দেওয়ান, সৈয়দ তাজুল ইসলাম কাজল, মাওলানা মঈনুদ্দিন, আবদুল মাজেদ মধু ফকির, জসিম উদ্দিন, রিয়াজ উদ্দিন, মোহাম্মদ আলম, সাইফুল ইসলাম রানা, আহমদুল করীম মন্টু। ধন্যবাদ জ্ঞাপন করেন উপকমিটির প্রধান সমন্বয়কারী আলহাজ্ব মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবু জাফর মোহাম্মদ ইকবাল। উল্লেখ্য, আগামী ১৮ অক্টোবর ২০২১ হতে ৫১ত এ সীরাতুন্নবী (স.) মাহফিলের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ৫ নভেম্বর দিবাগত রাত আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
বিএনএ/ওজি