bnanews24.com
তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

বিএনএ ডেস্ক : দেশে মৌসুমী বায়ুর প্রভাবে কয়েকদিন ধরে মিশ্র আবহাওয়া বিরাজ করছে। একারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। শনিবার দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঢাকাসহ অন্যান্য বিভাগেও বৃষ্টি হবে। সেই সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া আকাশ মেঘলা থাকায় দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। ফলে হালকা শীত শীত অনুভূত হতে পারে।

শুক্রবার দেশের উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। সেখানে গত ২৪ ঘণ্টায় ১৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া কুড়িগ্রাম ও নীলফামারীতে ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতর বলছে, শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে দু’দিন পর থেকে বৃষ্টির আশঙ্কা কমতে থাকবে এবং পরবর্তী ৩ দিন আবহাওয়ার অবস্থার খুব বেশি পরিবর্তন হবে না।

বিএনএ/এআইএস,ওজি

আরও পড়ুন

উত্তাল হংকং

showkat osman

চট্টগ্রামে দিনে তীব্র গরম, রাতে বৃষ্টি

bnanews24

ভয় পেলে রাজনীতিবিদ হওয়া যায় না-তথ্যমন্ত্রী

bnanews24