20 C
আবহাওয়া
৮:৪০ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

আগুন

বিএনএ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। এতে কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। রোববার (২৫ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটে ওই ফ্যাক্টরিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নারায়ণগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুনের খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশন, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এ ছাড়া সিদ্দিক বাজার থেকে টিটিএল (গাড়ি) ঘটনাস্থলে গেছে।

কেউ হয়তো আগুন দিয়েছে বলে ধারণা তার। এটা সহিংসতার আগুন বলে মন্তব্য করেছেন তিনি।

সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাকে গ্রেপ্তারের পর তার মালিকানাধীন ওই ফ্যাক্টরিতে আগুনের ঘটনা ঘটল।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ