বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে মোট ৫ হাজার ১৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন এবং মারা গেছেন ১৯ জন।
শুক্রবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
বর্তমানে হাসপাতালে ৫৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১০০ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।
বিএনএনিউজ/এইচ.এম।