14 C
আবহাওয়া
৮:৪৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে অস্ত্রসহ ২ যুবক আটক

চট্টগ্রামে অস্ত্রসহ ২ যুবক আটক

চট্টগ্রামে অস্ত্রসহ ২ যুবক আটক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশীতে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) রাতে ওয়ার্লেস কলোনী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

আটককৃতরা হলেন- খুলশী থানার ওয়ার্লেস কলোনির মো. শাহাবুদ্দীনের ছেলে মো. শাহীন (২৫) ও একই এলাকার মো. মোতাচ্ছেরের ছেলে মো. সুমন (৩৫)।

সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৭টায় খুলশী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়। এসব অস্ত্র ক্রয়-বিক্রয় ও অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা স্বীকার করেছে। আটককৃতদের খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ