18 C
আবহাওয়া
১:৪১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বিপৎসীমমার ওপরে যমুনার পানি

বিপৎসীমমার ওপরে যমুনার পানি

বিপৎসীমার ওপরে যমুনার পানি

বিএনএ সিরাজগঞ্জ: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনার পানি আবারও বেড়েছে। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি  বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টেও  নদীর পানি বেড়েছে। সেইসঙ্গে চলনবিলসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বেড়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের দায়িত্বে থাকা গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ।

বিপৎসীমার ওপরে যমুনার পানি

এদিকে, পানি বেড়ে যাওয়ার ফলে ক্রমেই জেলার বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। ইতোমধ্যেই যমুনা নদী বেষ্টিত জেলার পাঁচটি উপজেলার চরাঞ্চলের কয়েক হাজার মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে। অনেকেই বসতবাড়ি রেখে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও গো-চারণ ভূমি। পানিতে গো-চারণ ভূমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলার গো-খামারিরা। সেইসঙ্গে ভাঙ্গন আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী এলাকার মানুষ।

বিএনএনিউজ/আরকেসি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ