বিএনএ, চট্টগ্রাম : প্রায় ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও চট্টগ্রামের মুরাদপুরে পা পিছলে নালায় পড়ে যাওয়া পথচারীর এখনও সন্ধান মেলেনি।
তাকে উদ্ধারে বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৬ টা থেকে আবারও তল্লাশিতে নেমেছে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, , ভোর সাড়ে ৬টা থেকে ফায়ার সার্ভিস আবারও কাজ শুরু করেছে। আশপাশে কয়েকশ মিটার পর্যন্ত এলাকায় তল্লাশি চালাচ্ছে তারা। ।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান,নালায় উদ্ধার অভিযান চালাতে আমাদের বেশ বেগ পেতে হচ্ছে। নালা ময়লা আবর্জনায় ভর্তি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ৩ সদস্যের একটি ডুবুরি দল এবং বেশ কয়েকজনের উদ্ধারকারী দল কাজ করছে।
উল্লেখ্য, গতকাল বুধবার সকাল ১১টার দিকে মুরাদপুর মোড়ে পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হন ছালেহ আহমেদ। তিনি ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফ যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন।
বিএনএনিউজ২৪ডটকম/ ওজি