বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের তৈরি নাহিদ-২ স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) রাশিয়ার পূর্বাঞ্চলের ভোস্তোচনি কসমোড্রোম থেকে সয়ুজ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।
ইরানি রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে জানা গেছে, রাশিয়ার একটি রকেট ইরানের একটি যোগাযোগ স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করেছে। এটি ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচির সাম্প্রতিক সফলতা, যা কিছু পশ্চিমা সরকারের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে ।
শুক্রবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আল জাজিরা জানায়, ‘নাহিদ-২ যোগাযোগ স্যাটেলাইটটি রাশিয়ার ভোস্তোচনি কসমোড্রোম থেকে সয়ুজ রকেট ব্যবহার করে উৎক্ষেপণ করা হয়েছে।’
ইরানের প্রকৌশলীরা নিজেরাই তৈরি করেছেন ১১০ কেজি ওজনের এই স্যাটেলাইটটি। স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা ইরান, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মধ্যে পারমাণবিক আলোচনার ঠিক আগে প্রকাশিত হয়।
গত ডিসেম্বরে ইরান ঘোষণা দেয় যে তারা তাদের এখন পর্যন্ত সবচেয়ে ভারী পে-লোড মহাকাশে প্রেরণ করেছে, যার জন্য তারা দেশীয়ভাবে তৈরি স্যাটেলাইট ক্যারিয়ার ব্যবহার করেছে।
বিএনএ/ ওজি/শাম্মী