30 C
আবহাওয়া
৭:৪৭ অপরাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বায়তুল মোকাররমে সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগ

বায়তুল মোকাররমে সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগ

আওয়ামী লীগ

বিএনএ, ঢাকা: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি পায়নি আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) সেখানে শান্তি সমাবেশের ডাক দিয়েছিল সংগঠন তিনটি। এ জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে সমাবেশের অনুমতি চেয়ে আবেদনও করা হয়।

দেশের বিভিন্ন স্থানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিন সংগঠনের যৌথ সংবাদ সম্মেলন থেকে সমাবেশের ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।

এর আগে ঢাকায় বিএনপির ‘মহাসমাবেশ’ নয়া পল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে করার অনুমতি চাইলেও তাদের গোলাপবাগ মাঠে যাওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বুধবার গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার যেহেতু কর্মদিবস, সে কারণেই নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিতে চান না তারা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ