বিএনএ, সিলেট: সিলেটের ওসমানী নগরের তাজপুর এলাকায় ভাড়া বাসা থেকে ব্রিটেন প্রবাসী একই পরিবারের ৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এরা হলেন সম্পর্কে বাবা-ছেলে।
বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক। তারা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন।
মঙ্গলবার(২৬ জুলাই) দুপুর ১২টার দিকে ওই পাঁচজনকে উদ্ধার করা করা হয়।মারা যাওয়া দুজন হলেন- রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মাইকুল ইসলাম (১৬)।
আইসিইউতে ভর্তি বাকিরা হলেন, রফিকুলের স্ত্রী হোসনে আরা (৪৫), ছেলে সাদেকুল (২৫) ও মেয়ে সামিরা ইসলাম (২০)।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
জানা গেছে, ওই বাড়ির এক রুমে রফিকুল ইসলাম ও তার স্ত্রী-পুত্রসহ পাঁচজন রাতে ঘুমিয়েছিলেন। আরেক রুমে তার শ্বশুর-শাশুড়ি ও শ্যালকসহ ৪-৫ জন ঘুমিয়েছিলেন। সকালে রফিকুলদের অনেক ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-তে কল করা হয়। পরে দুপুর ১২টায় পুলিশ এসে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে।
পরিবারটি প্রায় ৩০-৩৫ বছর ধরে ব্রিটেনে বসবাস করছেন। গত ১২ জুলাই তারা দেশে আসেন। ১৮ জুলাই ঢাকা থেকে সিলেটে আসেন। তাদের গ্রামের বাড়ি ওসমানী নগরের দিরায়তে। ভালো আবাসিক ব্যবস্থা পেতে বাড়ি থেকে ৭-৮ কিলোমিটার দূরে তাজপুরে বাসা ভাড়া নিয়েছিলেন।
রফিকুল ইসলামের ভায়রা-ভাই সাজ্জাদ সাংবাদিকদের বলেন, ঠিক কী ঘটেছিল এখনো নিশ্চিত হতে পারিনি। এ ঘটনায় আত্মীয়-স্বজনদের কয়েকজনকে অনানুষ্ঠানিকভাবে প্রশ্ন করেছে পুলিশ।
বিএনএনিউজ,জিএন