23 C
আবহাওয়া
৩:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ক্যাম্পাসে ঘুরছে হাওয়া, রিকশার গায়ে হাওয়া 

ক্যাম্পাসে ঘুরছে হাওয়া, রিকশার গায়ে হাওয়া 

ক্যাম্পাসে ঘুরছে হাওয়া, রিকশার গায়ে হাওয়া

বিনোদন ডেস্ক: নাট্যপরিচালক মেজবাউর রহমান সুমনের প্রথম পরিচালনায় ছবি হাওয়া মুক্তি পেতে যাচ্ছে ২৯ জুলাই। মুক্তির আগে ছবিটি নিয়ে চলছে আলোচনা।প্রচারনায় নতুন পুরাতন সব ধরনের আইডিয়া নিয়ে হাওয়া টিম রাজধানী ও এর আশাপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। ভিন্নধর্মী প্রচারণায় ছবিটি দর্শকদের আগ্রহ বাড়াচ্ছে।

৬০-৭০-এর দশকের বাংলা ছবির প্রচারের ধরনে রিকশার গায়ে আর্টের মাধ্যমে। এক সময় খুব জনপ্রিয়তার তুঙ্গে ছিল। সেই সময় শিল্পীরা রিকশার গায়ে আঁকাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন জনপ্রিয় সিনেমার পোস্টার। সেসবে উঠে আসতো সাধারণ মানুষের প্রিয় নায়ক-নায়িকার ছবি। ঝলমলে উজ্জ্বল রঙে আঁকা নায়ক-নায়িকাদের ছবি ভিন্নমাত্রা পেতো শিল্পীদের হাতের তুলির ছোঁয়ায়। আজকাল আর রিকশার বুক জুড়ে সিনেমার পোস্টার দেখা যায় না। অনেক বছর পর আবারও সেই ট্রেন্ড নতুন ভাবে ফিরিয়ে আনলো মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা হাওয়া। তারই অংশ হিসেবে ঢাকার বিভিন্ন এলাকার রিকশায় আঁকা হয়েছে হাওয়া ছবির পোস্টার।

সমুদ্রের মাঝে বিভিন্ন ঘটনার নিয়ে গন্তব্যহীন হয়ে পড়া একটি ফিশিং ট্রলারের আট মাঝি-মাল্লা এবং এক রহস্যময়ী বেদেনীকে নিয়ে হাওয়ার গল্প আবর্তিত হয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি পাওয়া একটি গান ও ট্রেলার বেশ আলোড়ন তৈরি করেছে । বিশেষ করে ছবির সাদা সাদা কালা কালা গানটি দেশব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে।

সুস্থধারার বাংলা ছবি দর্শকদের মাঝে সিনেমা হলে যাবার আগ্রহে ঈদে যে জোয়ার সম্প্রতি তৈরি হয়েছে, হাওয়া আগামী ২৯শে জুলাই মুক্তিতে আরো এগিয়ে নেবে বলে মনে করছেন দেশের সিনেমাবোদ্ধারা।

 ক্যাম্পাসগুলোতে প্রচারণার উদ্দেশে টিম হাও
ক্যাম্পাসগুলোতে প্রচারণার উদ্দেশে টিম হাওয়া

দর্শক ও তরুণ প্রজন্মের মাঝে ‘হাওয়া’-কে ঘিরে এই আগ্রহকে আরো বেগবান করতে ছবিটির প্রচারণার উদ্দেশে টিম হাওয়া, সংগীতশিল্পী আরফান মৃধা শিবলু, ইমন চৌধুরী, তানজির তুহিন এবং মেঘদল ব্যান্ডের সদস্যরা ঘুরছেন দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। গত ২৪ জুলাই বেলা ৩টায় উপস্থিত ছিল আমেরিকান ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এবং  বুয়েট অডিটোরিয়াম প্রাঙ্গণে দলটি হাজির হয়েছে  ২৫ জুলাই বিকাল ৫টায়। আজ ২৬ জুলাই বিকাল ৫টায় দলটি যাবে নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের ওপেন স্পেসে। ক্যাম্পাস প্রচারণার দিনগুলোতে হাওয়া-র কলাকুশলীরা চলচ্চিত্রটি সম্পর্কিত অনেক গল্প ও ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিভিন্ন প্রশ্নের উত্তর তরুণদের সাথে ভাগাভাগি করছেন।

প্রতিটি ক্যাম্পাসেই ‘মেঘদল’ ব্যান্ড, আরফান মৃধা শিবলু, ইমন চৌধুরী এবং তানজির তুহিনের অংশগ্রহণে থাকছে সংগীত পরিবেশনা। আরো থাকছে হাওয়া-র সাথে সম্পর্কিত ‘রাঁধুনী’-র কিছু প্রতিযোগিতামূলক প্রচারণা কার্যক্রম। যাতে অংশ নিয়ে দর্শকরা জিতে নিতে পারবেন ‘হাওয়া’-র ফ্রি টিকেট, টিশার্ট ও অফিসিয়াল পোস্টার।

বাংলাদেশে পর ‘হাওয়া’ মুক্তি পাবে উত্তর আমেরিকা, কানাডা, অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ও মেজবাউর রহমান সুমন নিজে। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনায় সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, রিজভী রিজু, মাহমুদ আলম, বাবলু বোস প্রমুখ। বিএনএ/রিপন রহমান খাঁন

Loading


শিরোনাম বিএনএ