বিএনএ,ডেস্ক: ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রভাব পড়েছে বৈশ্বিক মুদ্রাবাজারে। বিশেষ করে মার্কিন ডলারের মান ইউরোসহ অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) ইউরোর বিপরীতে ডলার সাড়ে তিন বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিশ্ববাজারে ডলারের এই দরপতনের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক অনিশ্চয়তা। বিনিয়োগকারীদের মতে, এই অনিশ্চয়তা মার্কিন মুদ্রানীতির ওপর আস্থা কমিয়ে দিয়েছে।
ইউরোর বিপরীতে ডলারের মান ০ দশমি ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ দশমিক ১৬৮৭ ডলারে, যা ২০২১ সালের অক্টোবরের পর সর্বোচ্চ। এটি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। একইভাবে ব্রিটিশ পাউন্ডের মান বেড়ে ১ দশমিক ৩৬৯০ ডলারে পৌঁছেছে যা ২০২২ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।
এ দিকে ট্রাম্পের পাল্টা শুল্কনীতির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ৯ জুলাই। ২ এপ্রিল ঘোষিত এই নীতির মেয়াদ শেষ হওয়ার আগেই সব দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে বলা হয়েছে। এই প্রেক্ষাপটে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বৈশ্বিক অর্থনীতিতে।
বিএনএ/ ওজি